Howrah Update: হাওড়ায় অবরোধ-বিক্ষোভের জের, বাতিল চারটি দূরপাল্লার ট্রেন
হাওড়ায় অবরোধ-বিক্ষোভের জের। বাতিল চারটি দূরপাল্লার ট্রেন। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, আজ বাতিল করা হয়েছে টাটানগর-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস ও ভদ্রক-হাওড়া এক্সপ্রেস। এছাড়াও, বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-তিতলিগড় কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস এদিন নির্ধারিত সময়ের একঘণ্টা পর ছেড়েছে। এর পাশাপাশি, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসও আজ একঘণ্টা দেরিতে ছাড়বে।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Train Cancel এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Howrah Update Train Scheduled