ABP News

Howrah News: নেই জল, নেই বিদ্যুৎ, বাড়িতে ফাটল, হাওড়ায় দুর্ভোগের ত্রিফলা | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: দিন-রাত আতঙ্কে কাটাচ্ছেন হাওড়ার বেলগাছিয়া এলাকার বাসিন্দারা। জলের পাইপ লাইন মেরামতি করতে গিয়ে বুধবার রাতে এই এলাকায় ধস নামে। ৩ দিন পরেও পরিস্থিতি যে-কে-সেই। অন্যদিকে, আজও নির্জলা উত্তর হাওড়া বিধানসভার ১৪টি ওয়ার্ড। এ ছাড়াও বালি পুরসভার ৩টি ওয়ার্ডেও জলসঙ্কট চরমে। বেলগাছিয়া মোড়ে ভূর্গভস্থ পাইপ লাইন বসিয়ে পদ্মপুকুর জল প্রকল্পের সঙ্গে লাইন জোড়ার কাজ আজ ভোরে শেষ হয়েছে। তবে আনুষঙ্গিক কিছু কাজ বাকি থাকায় আজ সকালেও উত্তর হাওড়ায় জল সরবরাহ করা সম্ভব হয়নি। অন্য পুরসভা থেকে জলের ট্যাঙ্কার এনে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করেছে হাওড়া পুরসভা। 

 

দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে হোলির রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় টাকার পাহাড়ের হদিশ মেলে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের সময় বিচারপতি যশবন্ত এবং তাঁর পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। আগুন নেভাতে গিয়ে টাকার পাহাড়ের হদিশ পায় দমকল বাহিনীই। গত কয়েক দিন ধরে সেই নিয়ে উত্তাল পরিস্থিতি। বিচারপতি যশবন্ত তাঁকে বদনাম করার চেষ্টা চলছে বলে দাবি করলেও, তাঁর বাড়িতে মজুত টাকার পাহাড়ের ভিডিও সামনে আনল আদালত। (Burnt Cash at Judge's House)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram