Hoy Maa Noy Bouma: সিরিয়ালের শ্যুটিংয়ের অবসরে স্বাদ বিলাসের সেরা আনন্দে মজলেন কলাকুশলীরা
সিরিয়ালের গল্পে জগদ্ধাত্রীর সামনে রোজ নতুন নতুন চ্যালেঞ্জ আসতেই থাকে। সেই সব চ্যালেঞ্জের মোকাবিলা করার পাশাপাশি এবার রাপিড ফায়ারের চ্যালেঞ্জও নিলেন অঙ্কিতা।
সিরিয়ালের শ্যুটিংয়ের অবসরে স্বাদ বিলাসের সেরা আনন্দে মজলেন কলাকুশলীরা। হিন্দি ধারাবাহিক পরিণীতির সেটে খেতে খেতেই জমিয়ে আড্ডা দিলেন তিন তারকা।