Black money: মালদার কালিয়াচকে ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ৩৩ লক্ষ টাকা উদ্ধার
মালদার (Malda) কালিয়াচকে (kaliachak) ফের লক্ষ লক্ষ টাকার হদিশ। ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ৩৩ লক্ষ (33 lakhs) টাকা উদ্ধার। পুলিশি অভিযানে ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার ৩৩ লক্ষ টাকা। মাদক কারবারের (Drug peddling) সঙ্গে সরাসরি যোগ, দাবি পুলিশ (Police) সূত্রে। গ্রেফতার (Arrested) ব্যবসায়ী ও তাঁর ভাই। ঘটনায় আর কেউ জড়িত কি না, তদন্তে পুলিশ।