Santosh Mitra Square: নবমীর সকালেই জনস্রোত সন্তোষ মিত্র স্কোয়ারে, চলছে পুজো
Continues below advertisement
কলকাতার অন্যতম সেরা পুজো, সন্তোষ মিত্র স্কোয়ার ( Santosh Mitra Square ) । ৮৮ বছরের পুজোর এবারের থিম, অযোধ্যার রাম মন্দির। গোটা মণ্ডপটাই তৈরি হয়েছে রাম মন্দিরের আদলে। সকালে মহানবমীর পুজো হয়।উদ্বোধনের পর থেকেই ভিড় উপচে পড়ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে। পুজোর উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। একমাত্র তাঁর পুজো উদ্বোধন করতেই দিল্লি থেকে কলকাতা উড়ে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Continues below advertisement
Tags :
Festival Durga Pujo Durga Puja Celebration Santosh Mitra Square Durga Puja Special Durga Puja 2023 DUrga Puja Religion