Humayun Kabir: দলেরই একাংশকে নিশানা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 'যাঁরা বলেছিলেন ইউসুফ হারবে, ফলপ্রকাশের পর তাঁরা এখন কৃতিত্ব নিচ্ছেন'। 'বেলডাঙা থেকে আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে'। দলেরই একাংশকে নিশানা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। 

অন্য়দিকে, শহুরে ভোটে ভাটা, ফের ক্ষোভের সুর তৃণমূল নেতৃত্বের গলায়। উদয়ন গুহর পর এবার সরব দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। 'গ্রামে ঢেলে ভোট পেয়েছে তৃণমূল, মুখ ফিরিয়েছে শহরের একাংশ'। 'ঝুপড়িবাসী যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, তাঁরাই আমাদের রক্ষাকর্ত্রী'। 'অনেক জায়গায় বহুতলের বাসিন্দারা আমাদের ভোট দেননি'। 'বরানগরের কয়েকটি ওয়ার্ডে তৃণমূল হারল কেন?'।'কাউন্সিলররা লিখিত ভাবে পার্টিকে জানান হারের কারণ'।কয়েকটি ওয়ার্ডে হার নিয়ে কাউন্সিলরদের জবাব চাইলেন তৃণমূল সাংসদ। এপ্রসঙ্গে পালটা আক্রমণ তাপস রায়ের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram