Humayun Kabir: একুশে জুলাইয়ের আগে বিস্ফোরক হুমায়ুন কবীর। ভোট সন্ত্রাস নিয়ে সরব ভরতপুরের তৃণমূল বিধায়ক
একুশে জুলাইয়ের আগে বিস্ফোরক হুমায়ুন কবীর। ভোট সন্ত্রাস নিয়ে সরব ভরতপুরের তৃণমূল বিধায়ক । 'এত মানুষের মৃত্যুর জন্য দায়ী কমিশন ও পুলিশ'। 'এবার জঘন্যতম পঞ্চায়েত নির্বাচন হয়েছে'। 'বোমাবাজির জেরে ভোটের রেজাল্ট নেগেটিভ হয়েছে'। 'দায়িত্ব পালনে ব্যর্থ রাজ্য নির্বাচন কমিশন'। 'এমন পঞ্চায়েত ভোটের জন্য দায়ী কমিশন, সুষ্ঠু নির্বাচনের কোনও অভিজ্ঞতাই নেই পুলিশ ও কমিশনের'। 'এই আচরণ যদি বুদ্ধবাবুর পুলিশ করত তাহলে কি পরিবর্তন হত? অতীত ভুললে চলবে না'। 'বিরোধীরা যে আন্দোলন করছে, কালকে বিজেপিও যে বিডিও অফিস ঘেরাও করবে তা ন্যায্য'। একুশে জুলাইয়ের আগের দিন বিস্ফোরক হুমায়ুন কবীর ।'দলের একনিষ্ঠ কর্মীদের মন ভেঙে গিয়েছে, তাঁরা উৎসাহ হারাচ্ছেন'। 'শেষ একুশে জুলাই ৫২টি লাক্সারি বাস ও ১৫৫টি গাড়িতে কর্মীদের নিয়ে এসেছিলাম'।'এবার শুধুমাত্র নিজে গাড়িতে এলাম, কর্মীরা ট্রেনে আসছেন'।স্বীকৃতির অভাবে তৃণমূলকর্মীরা উৎসাহ হারাচ্ছেন, দাবি হুমায়ুন কবীরের।