Mamata Banerjee: আমি ছাত্র রাজনীতির প্রোডাক্ট, আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি: মমতা
Continues below advertisement
Mamata Banerjee: অভিষেকের বক্তব্য শুনছিলাম। সব রাজনৈতিক কথা বলে দিয়েছে প্রায়। অশোক দেব, প্রেসিডেন্ট ছিলেন, যখন আমি ছাত্র রাজনীতি করতাম। মদন মিত্র, বৈশ্বানর করেছেন, জয়ন্ত করেছেন। বক্সী করেছেন। আমি যখন কলেজে ঢুকি, তখন মদনরা প্রায় ছেড়ে যায়। আমার থেকে সিনিয়র। ববি, অরূপ সবাই ছাত্ররাজনীতি করেছে। আমি ছাত্র রাজনীতির প্রোডাক্ট। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি। হয়ত অনেকে জানেন না, ছাত্র রাজনীতি করতে গিয়ে, দুধের ডিপোতে কাজ করেছি। সেই টাকা খরচ করতাম।
Continues below advertisement