Jadavpur University: 'আমিও র্যাগিংয়ের শিকার', দায়িত্ব নেওয়ার দেড়মাসের মাথাতেই বীতশ্রদ্ধ যাদবপুরের উপাচার্য
Continues below advertisement
দায়িত্ব নেওয়ার দেড়মাসের মাথাতেই বীতশ্রদ্ধ যাদবপুরের উপাচার্য। লাগাতার ছাত্র আন্দোলনে বীতশ্রদ্ধ বুদ্ধদেব সাউ। 'অন্যায্য দাবি করছেন পড়ুয়ারা, আমার পদত্যাগ চাইছে। আমিও র্যাগিংয়ের শিকার, কোনও সিদ্ধান্ত কার্যকর করতে দিচ্ছে না। এর পিছনে বড় মাথা আছে, ছাত্রদের সর্বনাশ করছে। যাদবপুরের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত চাই। চাপ নিতে না পেরে ডিন অফ স্টুডেন্টস হাসপাতালে ভর্তি', এবিপি আনন্দে বললেন যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউ।
Continues below advertisement