Tapas Roy Resigned: 'আমি ভারাক্রান্ত', লোকসভা ভোটের আগে তৃণমূল ছাড়লেন তাপস রায়
Continues below advertisement
ব্যর্থ ব্রাত্য-কুণালের দৌত্য, লোকসভা ভোটের আগে তৃণমূল ছাড়লেন তাপস রায়। বিধানসভায় গিয়ে ছাড়লেন বিধায়ক পদও। পয়লা মার্চেই দলীয় পদ থেকে ইস্তফা দেন তাপস রায়। আর যাই হোক, তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়, মন্তব্য তাপস রায়ের।
Continues below advertisement