Recruitment scams: 'কাউকে চাকরি দিইনি, উপেন বিশ্বাস ফাঁসিয়েছেন', চাঞ্চল্যকর দাবি চন্দন মণ্ডলের

Ananda Khobor seg 2: সাড়ে ৫ ঘণ্টা পার, উপেন বিশ্বাস(Upen Biswas) বর্ণিত রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে (Chandan Mandal) সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদ। নিজাম প্যালেসের(Nizam Palace)সিবিআইয়ের (CBI) দুর্নীতি দমন শাখায় চন্দন মণ্ডলকে (Chandan Mandal) ম্যারাথন (Marathan) জিজ্ঞাসাবাদ। 'কাউকে চাকরি দিইনি, উপেন বিশ্বাস ফাঁসিয়েছেন'। চাঞ্চল্যকর দাবি উপেন-বর্ণিত রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের। ২০১১-র ভোটে সাহায্য না করায় ফাঁসিয়েছেন উপেন, দাবি চন্দনের। নিয়োগ-দুর্নীতিতে(Recruitment scam) ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের  সঙ্গে যোগাযোগের কথা স্বীকার। প্রসন্নর সঙ্গে ব্যবসা-সংক্রান্ত বিষয়ে যোগাযোগ ছিল বলে দাবি. টিউশনি ও চাষবাস পেশা বলে দাবি করেন চন্দন মণ্ডল। প্রসন্নর সঙ্গে কী ধরনের ব্যবসা-সংক্রান্ত যোগাযোগ, স্পষ্ট করেননি চন্দন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola