Abhishek on Sheikh Shahjahan:'হামলার সময় শেখ শাহজাহান ছিল কিনা টিভিতে দেখিনি', সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড পাশে অভিষেক?
Continues below advertisement
এখনও ফেরার সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড, কার্যত পাশে অভিষেক। ফিরহাদের ভিন্ন সুরে কার্যত শেখ শাহজাহানের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'হামলার সময় শেখ শাহজাহান ছিল কিনা টিভিতে দেখিনি, শুধু বিক্ষোভ দেখেছি। কারা ঘটিয়েছে, তা তদন্ত ছাড়া বলা যাবে না, দাবি অভিষেকের। যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক বলেও, ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেকের। না জানিয়ে গেলে পুলিশকে দায়ী করা যায় না, দাবি অভিষেকের। 'যা হয়েছে, তা না হলেই ভাল হত, কিন্তু পুলিশকে জানানো হয়নি কেন?'
ইডির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এবার প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
Continues below advertisement