Adhir Chowdhury: 'বিজেপি-মমতাকে বারবার হারিয়ে এসেছি', জোট নিয়ে এবার কী বার্তা অধীরের ? | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: লোকসভা ভোটের আগে বঙ্গে জোট-জট অব্যাহত। নিত্যদিনই বিজেপি-বিরোধী শিবিরের কোনও না কোনও নেতা টিপন্নি কাটতে 'ব্যস্ত'। যার সারমর্ম এই, জাতীয় স্তরে যা-ই হোক, এ রাজ্যে তৃণমূল, কংগ্রেস ও সিপিএমের একমঞ্চে আসাটা কার্যত কঠিন। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, বিজেপির বিরুদ্ধে সারা দেশে লড়বে ইন্ডিয়া জোট। বাংলায় লড়াই করবে তৃণমূল। এই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে তরজা। এরই মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর স্পষ্ট বক্তব্য, "গত ভোটেও মমতা আর বিজেপিকে হারিয়ে জিতে এসেছি। একবার নয়, ওদের বারবার হারিয়ে জিতে এসেছি।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola