Abhishek Banerjee:'আমি হিরণের জায়গায় হলে মানহানির মামলা করতাম', হিরণকে পাল্টা জবাব অভিষেকের

Abhishek Banerjee: '২০১৪ থেকে ২০২১ অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে সম্পর্ক ছিল'। '২০২১-এর পর তাঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই'। 'আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (Artificial intelligence) যুগ, যা খুশি বানানো যায়, আরআরআর (RRR) সিনেমা দেখেননি?'। বিতর্কে (Controversy) জবাব হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee)। 'আমি অনেক কিছু করতে পারি, কিন্তু করব না', 'আমি হিরণের জায়গায় হলে মানহানির (Deformation case) মামলা করতাম', হিরণকে আক্রমণ করে পাল্টা জবাব অভিষেক বন্দোপাধ্যায়ের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola