ED Raid : আইপ্যাক অফিসে তল্লাশিতে বাধা, হাইকোর্টের দ্বারস্থ ইডি
ABP Ananda LIVE : প্রতীক জৈনের বাড়ি, আইপ্যাক অফিসে তল্লাশিতে বাধা, হাইকোর্টের দ্বারস্থ ইডি । বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়েরের আর্জি ইডির । মামলা দায়েরের অনুমতি হাইকোর্টে, কাল শুনানির সম্ভাবনা । প্রতীক জৈনের বাড়ি-অফিশে তল্লাশির মধ্যেই হাজির মুখ্য়মন্ত্রী । প্রতীক জৈনের বাড়ি থেকে ফাইল নিয়ে বেরোলেন মুখ্যমন্ত্রী । ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের
I-PAC কর্ণধারের বাড়ি-অফিসে ED হানা, খবর পেয়েই গেলেন মুখ্যমন্ত্রী। কয়লা পাচার মামলা ও হাওয়ালা-যোগের তদন্তে কলকাতায় ED অভিযান চলে।
আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ED। লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন পৌঁছল মুখ্যমন্ত্রী। IPAC-এ ED-র তল্লাশি নিয়ে এবার প্রতিবাদে কালই পথে নামছেন মুখ্যমন্ত্রী। কাল দুপুর ২টো নাগাদ যাদবপুর ৮বি থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।