Nirapad Sardar: 'আমাকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছিল', জেল থেকে বেরিয়ে বললেন নিরাপদ সর্দার
West Bengal News: আদালতে ফের ধাক্কা রাজ্যের। সন্দেশখালি (Sandeshkhali Incident) মামলায় নিঃশর্ত জামিন পেলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার (Nirapad Sardar) । আজকেই জেল থেকে মুক্ত করতে হবে নিরাপদ সর্দারকে, জানিয়ে দিল হাইকোর্ট (Calcuta Highcourt)। গোটা ঘটনায় জেলার পুলিশ সুপারের রিপোর্ট তলব। আজ জেল থেকে প্রাক্তন সিপিএম বিধায়ক মুক্ত না হলে আদালত অবমাননার নোটিস, মন্তব্য বিচারপতির। 'নিরাপদ সর্দারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৯ ফেব্রুয়ারি, পুলিশের কাছে অভিযোগ এসেছে ১০ ফেব্রুয়ারি'। পুলিশ তো দারুণ দক্ষতার সঙ্গে কাজ করেছে, মন্তব্য বিচারপতির । ১৭ দিন হেফাজতে রয়েছেন নিরাপদ সর্দার। কীভাবে একজন নাগরিককে এভাবে হেফাজতে নিতে পারে পুলিশ ? প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। কেন এই পুলিশ আধিকারিকদের এখনই গ্রেফতার করা হবে না ? প্রশ্ন বিচারপতির । এতদিন হেফাজতে আছেন, কে এই ক্ষতিপূরণ দেবে ? প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। ABP Ananda Live