Morning Headlines: 'কোনও নেতার দাবিতে মান্যতা দেব না, প্রার্থী ঠিক করবে মানুষ': অভিষেক | ABP Ananda Live

Continues below advertisement

Morning Headlines: কোনও নেতার দাবিতে মান্যতা দেব না, প্রার্থী ঠিক করবে মানুষ

বাড়ির দেড় কিলোমিটার দূরে অভিষেকের সভা হওয়া সত্বেও গেলেন না ইসলামপুরের তৃণমূল বিধায়ক। 

 আমার অনুগামীদের খুন করা হচ্ছে, জাকির, কানাইয়লালের বিরুদ্ধে অভিযোগ জানালেও ব্যবস্থা নেয়নি দল। অভিষেককে চিনি না

যাত্রা করে, পদযাত্রা করে ক্ষমতায় আসেনি তৃণমূল। ইসলামপুরে অভিষেকের সভা থেকে মন্তব্য কানাইয়ালাল আগরওয়ালের।

পাশেই ক্যাম্পে অভিষেক, করণদিঘিতে তৃণমূলের নবজোয়ারে গোপন ব্যালটের সময় হাতাহাতি। অশান্তি চোপড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বুথেও।

বেলেঘাটায় ফের তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। এলাকা দখলকে কেন্দ্র করে গুলি চলার অভিযোগ। ভাঙচুর তৃণমূল নেতার অভিস। আহত ১। ব্যাপক ধরপাকড় পুলিশের।

৫বি। গরুপাচার মামলায় ১ হাজার কোটি টাকার দুর্নীতি, আদালতে দাবি ইডির। অনুব্রতর পর তিহাড় জেলেই ঠাঁই সুকন্যার। ১২ দিনের জেল হেফাজত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram