Governor: 'রাজ্যের আইএএস-আইপিএস অফিসারদের দুর্নীতি মুক্ত থাকা উচিত', মন্তব্য রাজ্যপালের

Continues below advertisement

রাজ্য়ের আইএএস-আইপিএস অফিসারদের দুর্নীতি মুক্ত থাকা উচিত। সর্দার বল্লভভাই প্য়াটেলের জন্মদিন উপলক্ষে রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে সর্দার প্য়াটেলের সম্পর্কে বলতে গিয়ে  এই মন্তব্য় করেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। এদিনের অনুষ্ঠান থেকে রাজভবনের থ্রোন রুমের নাম পরিবর্তন করে সর্দার প্য়াটেল একতা কক্ষ করা হল। সেই সঙ্গে সর্দার বল্লভভাই প্য়াটলকে নিয়ে গবেষণার জন্য় কলকাতা বিশ্ববিদ্য়ালয়ে সর্দার প্য়াটেল চেয়ারের ঘোষণাও করেন রাজ্য়পাল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram