Richa Ghosh : বিশ্বকাপ জয়ের পর ঘরে ফিরলেন রিচা ঘোষ, বিমানবন্দর থেকে স্বাগত জানাল শহর শিলিগুড়ি
ABP Ananda LIVE : আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। অবশেষে ঘরে ফিরছে ঘরের মেয়ে। তবে তিনি ফিরছেন বিশ্বজয়ী হিসাবে। কথা হচ্ছে রিচা ঘোষের (Richa Ghosh)। ভারতের বিশ্বজয়ী মহিলা দলের (Indian Women's Cricket Team) ক্রিকেটার তিনি। ফাইনালে ৩৪ রানের ইনিংসসহ গোটা টুর্নামেন্টেই বারংবার দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন রিচা। বিশ্বজয়ী ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি। এবার সেই ২২ বছর বয়সি ক্রিকেটারেরই ঘরে ফেরার পালা।
আজ সকাল সকালই বাগডোগরা বিমানবন্দরে রিচার নামার কথা। সকাল ৯.২৫ নাগাদ তাঁর বিমান অবতরণের কথা থাকলেও, তা কিছুটা পিছিয়ে গিয়েছে। বেলা ১১টার দিকে রিচা নামবেন নিজের শহরে। তাঁকে স্বাগত জানাতে কিন্তু একেবারে তৈরি তাঁর শহর শিলিগুড়ি। তারকা ক্রিকেটারের আগমনের আগেই বিমানবন্দরে ভিড় জমিয়েছেন তাঁর প্রিয়জন, পাড়া পড়শিরা। রিচাকে স্বাগত জানাতেও করা হয়েছে এলাহি আয়োজন। শিলিগুড়ি শহরজুড়েই বিভিন্ন স্থানেই লাগানো হয়েছে পোস্টার, রিচাকে ঘিরে তৈরি হয়েছে ব্যানার।