Adeno Virus: অ্যাডিনো ভাইরাসের দাপটে শিশু হাসপাতালে চূড়ান্ত আইসিইউ সঙ্কট | ABP Ananda LIVE
Continues below advertisement
অ্যাডিনো ভাইরাসের (Adeno Virus) দাপট, কলকাতার (Kolkata Child Hospital) শিশু হাসপাতালে চূড়ান্ত সঙ্কট । কলকাতাজুড়ে বেলাগাম সংক্রমণ, শিশু হাসপাতালে আইসিইউয়ে সঙ্কট । আইসিইউয়ে (ICCU) বেডের জন্য হাহাকার, উপচে পড়ছে জেনারেল বেড (General Bed) । সঙ্কট সামাল দিতে কোথাও কোথাও এক জেনারেল বেডে ২জন শিশুর চিকিৎসা । সর্দি, কাশি, জ্বর, ফুসফুসে সংক্রমণ, কলকাতা মেডিক্যালে (Kolkata Medical) দেড় মাসে ৩জনের মৃত্যু । আবহাওয়ার (Wheather) বদল থেকে ইমিউনিটির সমস্যাকেই দায়ী করছেন চিকিৎসকরা
Continues below advertisement