Ideas Of India 3.0: 'আমি গণিত, ইংরেজি জানতাম না.. আমি টেম্পো চালাতাম',কী বললেন মনোজ কুমার শর্মা ?

ABP Ananda LIVE: আইডিয়াস অফ ইন্ডিয়া ২০২৪, ABP নেটওয়ার্কের অনন্যসাধারণ অনুষ্ঠান। বিভিন্ন ক্ষেত্রে দেশকে উজ্জ্বল করেছেন যাঁরা, তাঁদেরই এক মঞ্চে আনার উদ্যোগ এই আইডিয়াস অফ ইন্ডিয়া। ভারতের সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রের বিভিন্ন দিক নিয়ে খুঁটিনাটি ও গভীর আলোচনার মঞ্চ আইডিয়াস অফ ইন্ডিয়া। এর আগের বছরগুলিতেও এই মঞ্চে ‘Naya India’ ও ‘Open-Minds Open Minds’ বিষয়ক আলোচনা বিভিন্ন বিশিষ্টজনের উপস্থিতিতে বিশেষ মাত্রা পেয়েছিল। এই অনুষ্ঠানে অভিনেত্রী কিয়ারা আডবাণী বলেন 'আমি সবসময় শিখতে চেষ্টা করি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola