Abhishek Banerjee: 'রেলে ৫০ কোটি টাকা খরচ করলে এত মানুষের প্রাণ যেত না' ,আক্রমণ অভিষেকের
Continues below advertisement
ABP Ananda Live: বালেশ্বর বিপর্যয় (Balasore Train Accident) নিয়ে মোদি সরকারকে (Modi Government) নিশানা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রকে একহাত নিয়ে অভিষেক বলেন, "সেন্ট্রাল ভিস্তায় (Central Vista)২০ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু রেলে ৫০ কোটি টাকা খরচ করলে এত মানুষের প্রাণ যেত না।" তাঁর বক্তব্য, "বিজেপি (BJP) ক্ষমতায় থাকলে অধিকার থেকে বঞ্চিত হবে মানুষ।" আজ আরামবাগে (Arambagh) নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়ে ১০০ দিনের-আবাসের কাজে টাকা নিয়েও কেন্দ্রকে তুলোধনা করেন তিনি।
Continues below advertisement
Tags :
Abhishek Banerjee Central Vista Project Indian Politics ABP Ananda TMC ON MODI GOVERNMENT Abhishek Attacks Modi Government Coromandel Express Accident