Morning Headlines 14 December: বাংলা পারলে কেন পারবে না মেঘালয়? কর্মিসভায় বার্তা অভিষেকের

কার্বন কপি দেওয়া হয়েছে, মনে হচ্ছে ভাল কাজ হচ্ছে। টেট-ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়ে মন্তব্য বিচারপতির। সাড়ে ৫ লক্ষেরও বেশি ওএমআর শিট সংরক্ষণ, জানাল পর্ষদ।


নেতা হলে ধৈর্য্য বাড়াতে হয়। গুজরাতে সাকেতের গ্রেফতারি নিয়ে শিলংয়ে বিজেপিকে কটাক্ষ মমতার।


ভোটের আগে মেঘালয় সফর। বাংলা পারলে কেন পারবে না মেঘালয়? কর্মিসভায় বার্তা অভিষেকের। গোয়া, ত্রিপুরার মতোই ফিরতে হলে খালি হাতে, খোঁচা বিজেপির।


ছাত্র বিক্ষোভে ফের অশান্ত বিশ্বভারতী। উপাচার্যকে বাসভবন থেকে বেরোতে বাধা। উপাচার্যের বিরুদ্ধেই ইট ছোড়ার অভিযোগ। 



JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola