SSC: 'দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ', জানালেন বিচারপতি দেবাংশু বসাক। ABP Anada Live

West Bengal News: 'দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ'। 'অথবা বাতিল করা যেতে পারে গোটা নিয়োগের অংশবিশেষ'। এসএসসি মামলায় (SSC Case) প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি দেবাংশু বসাক (Debangshu Basak)। 'পিছনের দরজা দিয়ে চাকরি পেলে কী করা উচিত?','৫-১০ হাজার ব্যক্তির ভবিষ্যতের থেকে দেশের ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ', 'পদ ভরাতে হবে বলে অযোগ্যদের নিয়োগ কেন?','সবটা অবৈধ হলে পরিণতি যা হওয়ার তাই হবে', এসএসসি মামলায় মন্তব্য বিচারপতির, ফের কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিশেষ বেঞ্চে প্রশ্ন বিতর্কিত চাকরিপ্রাপকদের, 'কমিশনকে বিশ্বাস করতে না পারলে তো গোটা নিয়োগই বাতিল করা উচিত', 'একটা পচা আপেল গোটা ঝুড়ির আপেলকে নষ্ট করে দেয়', মন্তব্য বিচারপতির, 'সেই পচা আপেল খুঁজে বের করুন', সওয়াল বিতর্কিত চাকরিপ্রার্থীদের, 'সেটা কি আদৌ সম্ভব? তাহলে বলুন কোন পদ্ধতিতে তা সম্ভব', মন্তব্য বিচারপতির, '২৩ লক্ষ চাকরিপ্রার্থীর কী দোষ? শুধু স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চেয়েছিলেন', 'যাঁরা ৫ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করলেন, তাঁদের কি হবে?' প্রশ্ন বিতর্কিত চাকরিপ্রাপকদের, 'যদি সবটা অবৈধ হয়, তাহলে যা পরিণতি, তাই হবে', মন্তব্য বিচারপতির। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola