CV Anand Bose: 'প্রতিবাদ না করলে, নৈরাজ্য তৈরি হবে' রাজ্যপালের বিরুদ্ধে সরব প্রাক্তন উপাচার্যরা

Continues below advertisement

CV Anand Bose: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝে এবার রাজ্য সরকারের (West Bengal Government) পাশে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন উপাচার্যরা (Ex Vice Chancellors)। সাংবাদিক সম্মেলনে সরব হয়ে প্রাক্তন উপাচার্যরা বলেছেন, 'আইন মেনে শিক্ষা দফতরে যাঁরা রিপোর্ট পাঠিয়েছেন, তাঁদেরকেই সরিয়ে দেওয়া হয়েছে। যাঁরা আইন ভেঙে রাজভবনে রিপোর্ট পাঠিয়েছেন, তাঁদের উপাচার্য পদের মেয়াদ বাড়ানো হয়েছে। ২৭ জন উপাচার্যর মধ্যে ৩ জন নিয়ম মানেননি, তাঁদের মেয়াদ বাড়ানো হয়েছে।'

প্রতিবাদ না করলে, নৈরাজ্য তৈরি হবে বলেই সরব হয়েছেন প্রাক্তন উপাচার্যরা। তাঁদের বক্তব্য, '২০১৯-এর আইন অনুযায়ী উপাচার্যরা সরাসরি রাজ্যপালের সঙ্গে কথা বলতে পারেন না। রাজ্যপালও উপাচার্যর কাছ থেকে সরাসরি রিপোর্ট চাইতে পারেন না'। ওমপ্রকাশ সিনহা সহ প্রাক্তন উপাচার্যররা এদিন সাংবাদিক সম্মেলন করেন। যেখানেই আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) রাজ্যর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেন তাঁরা।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram