Malda Arms Recover: জীবনতলা কুলতলির পর এবার মালদার বৈষ্ণবনগরে উদ্ধার বেআইনি অস্ত্র | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: জীবনতলা কুলতলির পর এবার মালদার বৈষ্ণবনগরে উদ্ধার বেআইনি অস্ত্র। কলকাতা পুলিশের এসটিএফ-এর সূত্র ধরে, মঙ্গলবার রাতে, মালদা বৈষ্ণবনগর থানার নাকা চেকিংয়ে গ্রেফতার হল এক বেআইনি অস্ত্র কারবারী। তাঁর কাছ থেকে উদ্ধার পাঁচটি অত্যাধুনিক 7 mm পিস্তল ও দশটি ম্যাগাজিন।

 

লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে আইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ দিনের পর দিন ধরে বেআইনিভাবে অস্ত্রকারবারিদের হাতে পৌঁছে যাচ্ছিল

লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে আইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ দিনের পর দিন ধরে বেআইনিভাবে অস্ত্রকারবারিদের হাতে পৌঁছে যাচ্ছিল। এখানেই প্রশ্ন উঠেছে পুলিশের নজরদারি নিয়ে। কারণ লালবাজারের 'আর্মস অ্যাক্ট সেকশন' বলে একটি বিভাগ রয়েছে যাদের আওতায় এই নজরদারি চলার কথা। প্রতিটি আগ্নেয়াস্ত্রের বিপণীর 'ক্লোজার স্টেটমেন্ট' মেলানো থেকে আসা কার্তুজের বক্স, সবটাই পুলিশের আধিকারিকদের মিলিয়ে দেখার কথা। 

ট্যাংরার দে পরিবারের মর্মান্তিক পরিণতির কারণ কি?

ট্যাংরার দে পরিবারের মর্মান্তিক পরিণতির কারণ কি? এই ঘটনাই মনে করিয়ে দিচ্ছে কলকাতার বুকে ঘটে যাওয়া একাধিক রোমহর্ষক ঘটনার কথা।  শিবেন্দুর পকেট থেকে উদ্ধার হয় ৩ পাতার সুইসাইড নোট। যার  ছত্রে ছত্রে উল্লেখ ছিল আর্থিক বিপর্যয়ের ফলে চরম সিদ্ধান্ত নেওয়ার কথা। ২০১২ সালে ম্যুর অ্যাভিনিউয়েও এরকমই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। স্ত্রী, দুই মেয়ে ও বাবার ঘরে আগুন লাগিয়ে আত্মঘাতী হন কম্পিউটার ব্যবসায়ী সুপ্রতিম বসু পরে পুলিশ জানতে পারে, শহরের ৬টি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন সুপ্রতিম৷ ২০১৬ সালের ১৬ জানুয়ারি পাম অ্যাভিনিউয়ের বহুতলে খুন হন একই পরিবারের তিনজন। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় গৃহকর্তা নীল ফনসেকাকে। ঘটনায় উঠে আসে বিবাহ বহিভূত সম্পর্কের পাশাপাশি প্রচুর আর্থিক দেনার বিষয়টি

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram