South 24 Parganas News: কাকদ্বীপ মহকুমায় বেআইনিভাবে চলছে সাদা বালির ব্যবসা | ABP Ananda LIVE

Sand Business: দিনের পর দিন সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কাকদ্বীপ মহকুমায় বেআইনিভাবে (illegal) চলছে সাদা বালির রমরমিয়ে ব্যবসা (Business)। বিভিন্ন নদীচর ও সমুদ্র সৈকত থেকে বেআইনিভাবে সাদা বালি (White Sand) তুলে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ। নামখানা ব্লকে মুড়িগঙ্গা নদীর চরে ভুটিভুটিতে করে বালি কাটার সময় হাতে নাতে পাকড়াও। একটি বালিভর্তি ভুটভুটিও বাজেয়াপ্ত করা হয়েছে। নামখানার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক জানিয়েছেন, ওই ভুটভুটি মালিককে মোটা অঙ্কের জরিমানা করা হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola