IMA Election: 'তৃণমূলের অসৎ সঙ্গে পড়ে বাংলা সর্বনাশের দিকে যাচ্ছে', কটাক্ষ সুজন চক্রবর্তীর | Bangla News

Continues below advertisement

আইএমএ (IMA) কলকাতা শাখার নির্বাচন ঘিরে উত্তেজনা। সকাল ১১টা থেকে তালতলায় আইএমএ কলকাতা শাখার অফিসে শুরু ভোটদান। আইএমএ-র সভাপতি পদের জন্য লড়াই করছেন চিকিৎসক বিধায়ক নির্মল মাজি ও আর এক চিকিৎসক প্রশান্ত ভট্টাচার্য। এই নির্বাচন ঘিরে উত্তেজনা। মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। দু'পক্ষের সমর্থকদের মধ্যে ঝামেলা। আইএমএ-র ভোটকেন্দ্রের সামনে বিক্ষোভ। উঠল বহিরাগতদের দিয়ে ভোট করানোর অভিযোগ। এপ্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "চিকিৎসকদের নির্বাচন নিয়ে বুথ দখল, অভিযোগ-পাল্টা অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই? তৃণমূলের অসৎ সঙ্গে পড়ে সমস্ত বাংলা সর্বনাশের দিকে যাচ্ছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram