Santanu Sen: লড়াইয়ে নারাজ! IMA রাজ্য শাখার নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন না শান্তনু সেন | ABP Ananda LIVE

IMA রাজ্য শাখার নির্বাচনে আর না লড়ার সিদ্ধান্ত নিলেন সাধারণ সম্পাদক শান্তনু সেন। সভাপতি বা সম্পাদক কোনও পদেই এবার আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন তিনি। ২০২৫-এর ৭ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে শান্তনু সেনের। তার আগেই মেটাতে হবে ভোট পর্ব। 

ইন্ডিয়ান মেডিক্য়াল কাউন্সিলকে রাজনীতি মুক্ত করতে হলে, রাজনীতিবিদরা ভোটে লড়লে চলবে না। আর জি কর কাণ্ডের আবহে IMA রাজ্য শাখার অন্দরে এই দাবি ঘিরে টানাপোড়েনের মধ্য়েই এবার আর ভোটে না লড়ার সিদ্ধান্ত নিলেন IMA রাজ্য শাখার সাধারণ সম্পাদক শান্তনু সেন। সভাপতি বা সম্পাদক কোনও পদেই এবার আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন তিনি। শান্তনু সেন IMA-র ৫ বারের রাজ্য সম্পাদক। ১০ বছর ধরে তিনি এই পদে রয়েছেন। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল এবারও কি তিনি মনোনয়ন দেবেন? IMA রাজ্য শাখার অনেক সদস্যই এর আপত্তি করেন। কেউ কেউ আবার না দাঁড়াতে অনুরোধও করেন বলে খবর। এই প্রেক্ষাপটেই, রবিবার তিনি জানালেন আর লড়বেন না তিনি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola