Corona News: বর্ধমান মেডিক্যালে পরপর ৩দিনে ৩ করোনা আক্রান্তের মৃত্যু! ABP Ananda Live

বর্ধমান মেডিক্যালে পরপর ৩দিনে ৩ করোনা আক্রান্তের মৃত্যু। ডেঙ্গি-ম্য়ালেরিয়ার আতঙ্কের মধ্যেই পরপর করোনা আক্রান্তের মৃত্যু। মৃত ৩জনের একজনের বাড়ি ভাতারে, একজনের কীর্ণাহারে, একজন দেওয়ানদিঘি। এনসেফ্যালাইটিসের সমস্যা নিয়ে ২জন ভর্তি হয়েছিলেন হাসপাতালে। একজন কিডনির সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন বর্ধমান মেডিক্যালে। সিসিইউ ভর্তির জন্য করোনা পরীক্ষা, তাতেই কোভিড পজিটিভ। মৃত ৩জনের ডেথ সার্টিফিকেটেই করোনার উল্লেখ। করোনায় নয়, নিউমোনিয়ায় মৃত্যু, দাবি বর্ধমান মেডিক্যালের অধ্যক্ষের। 'মৃতদের সবার অ্যান্টিজেন টেস্ট পজিটিভ ছিল, অন্য কারণে মৃত্যু'। আরটিপিসির পজিটিভ না হলে কোভিডে মৃত্যু বলা যাবে না, দাবি সুপারের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola