Firecracker Recovered: জগন্নাথপুরে জঙ্গলে মিলল পেটি পেটি নিষিদ্ধ শব্দবাজি | ABP Ananda Live

Continues below advertisement

Firecracker Recovered: দত্তপুকুরে বিস্ফোরণের পর, বেআইনি বাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। এর মধ্যেই এবার বারাসাত-ব্য়ারাকপুর রোডের ধারে জগন্নাথপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির পিছনে জঙ্গলে মিলল পেটি পেটি নিষিদ্ধ শব্দবাজি। আজ সকালে ইছাপুর-নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আরশাদ হোসেনের বাড়ির পিছন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বেআইনি বাজি। এর আগে আরশাদের পরিত্যক্ত ইটভাটায় বেআইনি বাজি তৈরির অত্যাধুনিক গবেষণাগারের হদিশ মেলে। যদিও তৃণমূল নেতা দাবি করেন, তাঁর মালিকানাধীন ইটভাটায় রীতিমতো গা-জোয়ারি করে বাজির কারবার ফেঁদে বসেছিল অন্যরা। অন্যদিকে, বারাসাত পুলিশ জেলা সূত্রে খবর, দত্তপুকুর বিস্ফোরণের পর, গত কয়েকদিনে ইছাপুর-নীলগঞ্জ পঞ্চায়েত এলাকায় ১৫টি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ৭০ টন নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। এই সমস্ত বাজি হলদিয়ায় নিয়ে গিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কর্পোরেশনের সাহায্য নিয়ে নিষ্ক্রিয় করা হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram