Weather Update: এক রাতের বৃষ্টিতে ঘরে ঢুকল জল, কাশীপুরে রতনবাবু ঘাট এলাকায় হাঁটুজলে দাঁড়িয়ে বিক্ষোভ স্থানীয়দের

Continues below advertisement

এক রাতের বৃষ্টিতে ঘরে ঢুকল জল। কাশীপুরে রতনবাবু ঘাট এলাকায় হাঁটুজলে দাঁড়িয়ে স্থানীয়দের বিক্ষোভ। প্রতিটি বাড়িতে জল ঢুকেছে। নর্দমা-ঘর মিলেমিশে একাকার। জলে ভাসছে গৃহস্থালীর জিনিস, বাসনপত্র। ইট দিয়ে উঁচু করে খাটের ওপর পোষ্য নিয়ে আশ্রয় নিয়েছেন বাড়ির মালিক। জল জমা নিয়ে কাউন্সিলরের প্রতিনিধিদের সামনে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। বিধায়ক অতীন ঘোষ জানিয়েছেন, জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে নিকাশির জল গঙ্গায় ফেলার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবর্তে স্লুইস গেট তৈরির কাজ চলায়, স্থায়ী পাম্প বসানো যাচ্ছে না। বৃষ্টি বেশি হওয়ায় কাজ করছে না অস্থায়ী পাম্প। তবে দ্রুত জল নামানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, কাশীপুরের এই এলাকায় সারি সারি লেদ কারখানা। জল জমায় এদিন ৩০টি কারখানায় কাজ বন্ধ। জল ঢুকে যন্ত্রপাতি নষ্টের আশঙ্কায় কারখানা মালিকরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram