Minakhan: মিনাখাঁয় বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার মৃত নাবালিকার মামা
উত্তর ২৪ পরগনার মিনাঁখায় বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যুর ঘটনায় মৃতের মামাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত আবুল হোসেন গায়েন। তার বাড়িতে বেড়াতে এসেই বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ৯ বছরের ভাগ্নির। স্থানীয়দের দাবি, মাছের ভেড়ির ব্যবসায় যুক্ত আবুল হোসেন। এলাকায় অপরাধমূলক কাজকর্মের জন্য তার বাড়িতেই বোমা মজুত করা থাকত। গতকাল বাড়ির দোতলায় মজুত বোমা ফেটেই বিস্ফোরণ হয়। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে মিনাখাঁ থানার পুলিশ। গতকাল রাতে এলাকা থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত বাড়ি মালিককে
Tags :
West Bengal North 24 Parganas Bangla News Bangla News Live Bomb Blast Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Arrest ABP Ananda Bengali News Minakhan