Swasthya Sathi Card: মুর্শিদাবাদে স্বাস্থ্যসাথী নিয়ে অভিনব নির্দেশিকা স্বাস্থ্যভবনের
মুর্শিদাবাদে স্বাস্থ্যসাথী নিয়ে অভিনব নির্দেশিকা স্বাস্থ্যভবনের। স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতাল অর্থোপেডিকের চিকিৎসায় সরাসরি রোগী ভর্তিতে 'না'। অস্থি রোগের চিকিৎসায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেই যেতে হবে সাধারণ মানুষকে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ থেকে রেফার করা হলে, তবেই যাওয়া যাবে বেসরকারি হাসপাতালে। তবে জরুরি ক্ষেত্রকে এর বাইরে রাখা হয়েছে। স্বাস্থ্যসাথী সঠিক ব্যবহারের জন্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে স্বাস্থ্যভবন।
Tags :
Hospital Murshidabad Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Swasthya Sathi Card