Nusrat Jahan: রাজারহাটের ফ্ল্যাট-প্রতারণা মামলার তদন্তে, নুসরত জাহানের কাছে আরও নথি চাইল ED
রাজারহাটের ফ্ল্যাট-প্রতারণা মামলার তদন্তে, নুসরত জাহানের কাছে আরও নথি চাইল ED। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, বসিরহাটের তৃণমূল সাংসদের কাছে যা যা নথি চাওয়া হয়েছিল, তার সব তিনি জমা দেননি। অভিযুক্ত সংস্থার আরেক অধিকর্তা রাকেশ সিংকে আগামী সপ্তাহে ফের তলব করেছে ED।