OMR Sheet: নবম -দশমের ওএমআর শিট বিকৃত করার মামলায় ইডি-কে পার্টি করার নির্দেশ

Continues below advertisement

নবম -দশমের ওএমআর শিট বিকৃত করার মামলায় এবার ইডি-কে পার্টি করার নির্দেশ। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আজকের মধ্যেই ইডি-কে তদন্ত শুরু করার নির্দেশ। 'নবম-দশমের ভুয়ো সুপারিশপত্র পাওয়া ১৮৩ জনের মধ্যে কতজন চাকরি করছেন?'ভুয়ো সুপারিশপত্র পাওয়াদের কতজন চাকরিতে? এসএসসির কাছে জানতে চায় হাইকোর্ট। '৮০জন চাকরি করছেন, বাকিদের নিয়োগপত্র দেওয়া হলেও যোগ দেননি'
হাইকোর্টের কাছে দাবি স্কুল সার্ভিস কমিশনের । ৮০জন চাকরি করছেন, হাইকোর্টে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। বাকি শতাধিক শূন্যপদে অবিলম্বে মেধার ভিত্তিতে চাকরি দিতে কমিশনকে নির্দেশ

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram