Rose Vally: পুজোর মুখে রোজভ্যালি সংস্থার চকোলেট হোটেলসের তরফে প্রতারণার অভিযোগ দায়ের। Bangla News
Continues below advertisement
পুজোর মুখে রোজভ্যালি সংস্থার চকোলেট হোটেলসের তরফে প্রতারণার অভিযোগ দায়ের। রোজভ্যালির বিরুদ্ধে তদন্ত শুরুর পর, ওই সংস্থার হোটেল ব্যবসা চলে চকোলেট হোটেলসের নামে। তাদের অভিযোগ, বালিগঞ্জের পার্ক প্রাইম, মন্দারমণি ও রাঁচির হোটেলে ওয়েবসাইট ও অনলাইন পেমেন্ট সিস্টেম হ্যাক হয়েছে। বুকিংয়ের নামে জালিয়াতি চলছে। ফলে পুজোর মুখে হোটেল বুকিং করে প্রতারিত হচ্ছেন পর্যটকরা। চকোলেট হোটেলসের তরফে বালিগঞ্জ থানা, লালবাজারের সাইবার সেল ও রাঁচিতে ৩টি এফআইআর দায়ের হয়েছে।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News