JU Student Death: স্বপ্নদীপের মৃত্যুর তদন্তে সামনে আরও চাঞ্চল্যকর তথ্য। ABP Ananda Live
Continues below advertisement
স্বপ্নদীপের মৃত্যুকাণ্ডে (JU Student Death) গ্রেফতার আরও ২ পড়ুয়া। তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) আরও দুই পড়ুয়া গ্রেফতার। ধৃতদের নাম দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষ। ধৃত পড়ুয়া মনোতোষের গেস্ট হিসেবে হস্টেলের রুমে ছিলেন স্বপ্নদীপ। ঘটনার দিন অন্য রুমে নিয়ে গিয়ে চলে পরিচয় পর্ব। রাত ১০.১০ থেকে শুরু হয় স্বপ্নদীপের পরিচয় পর্ব। ঘটনার সময় হাজির ছিলেন সৌরভ, দীপশেখর ও মনোতোষ। মনোতোষের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। মনোতোষের মোবাইল ফোনে কি স্বপ্নদীপের কোনও ভিডিও রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ। ধৃত (Arrest) দীপশেখর অর্থনীতির দ্বিতীয় বর্ষের ছাত্র ও মনোতোষ সোশিওলজির পড়ুয়া। ধৃত সৌরভ চৌধুরীকে জেরায় নাম উঠে আসে দুই পড়ুয়ার। থানায় রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার।
Continues below advertisement