Durga Puja: মার্কিন মুলুকেও জমজমাট পুজোর আবহ, সাড়ম্বর পুজো-অনুষ্ঠান, বাঙালিয়ানার উদযাপন | ABP Ananda LIVE
Continues below advertisement
মার্কিন মুলুকেও জমজমাট পুজোর আবহ। অস্টিনের সেন্ট্রাল টেক্সাস বেঙ্গলি অ্যাসসিয়েশন আয়োজিত দুর্গা পুজো এবার ৩৩ বছরে পা দিল।সাড়ম্বর পুজো-অনুষ্ঠান। বাঙালিয়ানার উদযাপন। প্রায় ১৪০০ দর্শনার্থীর সমাগম হয় অস্টিনের এই পুজোয়।
Continues below advertisement