RG Kar Protest: তিনদিনে পড়ল স্বাস্থ্য ভবনের সামনে ধর্না, অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরাও। | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: তিনদিনে পড়ল স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না। আন্দোলনকারীদের শর্ত মানল না রাজ্য সরকার। অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরাও। গিটার বাজিয়ে গান, ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান, কখনও জাতীয় সঙ্গীত গেয়ে কাটছে দিন থেকে রাত।
আরও খবর...
চিনার পার্কে সন্দীপ ঘোষের তালাবন্ধ পৈতৃক বাড়িতে ইডি-র হানা। সকাল ৬টা নাগাদ পৌঁছন ইডি-র আধিকারিকরা। মেন গেটের চাবি ছিল এলাকার এক বাসিন্দার কাছে। কিন্তু মেন গেট খোলা সম্ভব হলেও, ভিতরে একাধিক তালা। উপরে উঠতে না পারায় তালা খুলতে চাবিওয়ালার খোঁজ করছেন ইডি-র আধিকারিকরা
সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডি-র হানা। আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলায় শহরজুড়ে ইডি-র অভিযান। চিনার পার্কে সন্দীপ ঘোষের বাবার বাড়িতে ইডি আধিকারিকরা
Continues below advertisement