Adhir Ranjan Chowdhury: অস্থায়ী কর্মী নিয়োগ প্রসঙ্গে কী বললেন অধীর রঞ্জন চৌধুরী?

ABP Ananda LIVE: অস্থায়ী কর্মী নিয়োগ প্রসঙ্গে কী বললেন অধীর রঞ্জন চৌধুরী?TMCP করলেই কলেজে চাকরি ? কসবার পর এবার কাকদ্বীপ কলেজ । কাকদ্বীপ কলেজেও TMCP নেতা-কর্মীদের অস্থায়ী কর্মী নিয়োগ-বিতর্ক। কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন TMCP-র ৭ নেতা-কর্মী। ২০২২ সালে তাঁদের নিয়োগ করা হয়েছিল। নিয়োগের কথা স্বীকার করে নিয়েছেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। তিনি কাকদ্বীপ কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যানও। ন্যাকের মূল্যায়নের জন্য কর্মীর প্রয়োজন ছিল, তাই নিয়োগ বলে সাফাই দিয়েছেন তিনি।মন্টুরাম পাখিরা বলেন, "আমাদের স্টাফের মধ্যে কিছুটা অপ্রতুলতা আছে। সেই সময়টা ন্যাকের কাজ চলছিল। সেই সময় গভর্নিং বডি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে, অস্থায়ী কয়েকজনকে নেওয়া হবে। সেইভাবে অস্থায়ী কয়েক জনকে নেওয়া হয়েছে। তাঁরা দরিদ্র পরিবারের ছেলে। গভর্নিং বডির রেজোলিউশনের পর আবেদন করেন। আবেদনের ভিত্তিতে অধ্যক্ষ এ ব্যাপারে...অস্থায়ী কর্মচারী হিসাবে GB-র সিদ্ধান্ত মেনে নিয়েছেন।" এ বিষয়ে কোনও নোটিফিকেশন বা পরীক্ষা হয়েছিল ? উত্তরে তিনি বলেন, "বিষয়টা হচ্ছে, অস্থায়ী কর্মী। এর কোনও স্থায়িত্ব নেই। নো ওয়ার্ক, নো পে-র মতোই। অস্থায়ী। ফলে, বাকিটা আর কিছু বলতে পারা যাবে না। বলতে পারছি এই কারণে, যেটুকু হয়ে সেটুকুই বললাম।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola