JU Student Death: সেনার পোশাকে যাদবপুর ক্যাম্পাসে, গ্রেফতার মূল অভিযুক্ত। ABP Ananda Live
Continues below advertisement
সেনার পোশাকে যাদবপুর ক্যাম্পাসে ঢোকার ঘটনায় অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করল যাদবপুর থানার (Jadavpur Polic Station) পুলিশ। ধৃত এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সম্পাদক। ধৃতকে জেরা করে বেশ কিছু সন্দেহজনক নথি মিলেছে, বয়ানেও অসঙ্গতি রয়েছে, তাই গ্রেফতার (Arrest) বলে দাবি পুলিশের। এদিকে, বিশ্ববিদ্য়ালয় (Jadavpur University) ক্য়াম্পাসে প্রবেশের ব্য়াপারে কড়া পদক্ষেপ নিল কর্তৃপক্ষ।
Continues below advertisement