IT Raid: তিনদিন ধরে ঝাড়খন্ড ও ওড়িশায় আয়কর দফতরের হানা, উদ্ধার ২০০ কোটি টাকা। ABP Ananda Live

Continues below advertisement

Money Recover: তিনদিন ধরে ঝাড়খন্ড (Jhharkhand) ও ওড়িশায় (Odisa) আয়কর দফতরের হানা, উদ্ধার ২০০ কোটি টাকা। বিপুল টাকা গুনতে আনা হয়েছে ৩৬টি টাকা গোনার যন্ত্র, সূত্রের খবর। বৌধ ডিস্টিলারিজে আয়কর হানা, উদ্ধার ২০০ কোটি টাকা। বলদেভ সাহু ইনফ্রা প্রাইভেট লিমিটেডের গ্রুপ কোম্পানি বৌধ ডিস্টিলারিজ। এই সংস্থার সঙ্গে ঝাড়খন্ডের কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধিরাজ সাহুর যোগ মিলেছে, সূত্রের খবর। ওড়িশার কোম্পানি থেকে হিসেব বহির্ভূত আনুমানিক ২৫০ কোটি টাকা উদ্ধারের সম্ভাবনা, সূত্রের খবর। ঝাড়খন্ডের কংগ্রেসের রাজ্যসভার সাংসদের ঝাড়খন্ড ও ওড়িশার বাড়ি থেকে ২০০ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে, সূত্রের খবর। 'মানুষের থেকে লুঠের প্রত্যেকটি টাকা ফেরত দিতে হবে', কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রীর। 'এটা মোদির গ্যারান্টি', এক্স হ্যান্ডেলে পোস্ট নরেন্দ্র মোদির। 'দেশের মানুষ নোটের স্তূপের দিকে তাকান এবং তাঁদের নেতাদের থেকে সততার বার্তা শুনুন', এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram