INDIA Alliance: তৃণমূলের জন্য এখনও আলোচনার দরজা খোলা রাখছে কংগ্রেস | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: তৃণমূলের (TMC) জন্য এখনও আলোচনার দরজা খোলা রাখছে কংগ্রেস(Congress)। কিন্তু বারবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বার্তার পরও কি বাংলায় (West Bengal)আদৌও আসন সমঝোতার পথে হাঁটবে তৃণমূল? কারণ, শুক্রবারও তৃণমূলের অন্য়তম শীর্ষ নেতা ডেরেক ও ব্রায়েন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলায় একলা চলোর অবস্থানেই অনড় রয়েছেন তাঁরা।
Tags :
Mamata Banerjee Rahul Gandhi Congress TMC ABP Ananda LIVE INDIA Alliance LokSabha Election 2024