India Pakistan : পূর্ণমের ফেরার পর BSF কে ধন্যবাদ জ্ঞাপন শুভেন্দুর। BSF দফতরে বিরোধী দলনেতা

ABP Ananda LIVE : পূর্ণমের ফেরার পর BSF কে ধন্যবাদ জ্ঞাপন শুভেন্দুর। BSF দফতরে বিরোধী দলনেতা । পাঞ্জাবের ফিরোজপুরে ভুল করে সীমান্তের ওপারে চলে গেছিলেন পিকে সাউ। তারপর চলেছে বহু টানাপোড়েন। এদিকে, স্বামীকে ফিরিয়ে আনতে রিষড়া থেকে পাঞ্জাব ও হিমাচলপ্রদেশে গিয়েছিলেন অন্তঃস্বত্তা স্ত্রী। যদিও ফিরতে হয় খালি হাতে। গত শনিবার যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়। অবশেষে ২২ দিন পর পাক রেঞ্জার্সের হাত থেকে মুক্তি পান রিষড়ার জওয়ান। এদিকে দেশে ফিরতেই এবার BSF জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

রিষড়ার ওই জওয়ানের বাড়িতে এখন চলেছে আনন্দ-উৎসব। 'সম্মান রেখেছে সিঁদুর', জানিয়েছেন  পূর্ণমের স্ত্রী। তাঁর সিঁথিতে আর কপালজুড়ে সিঁদুর পরিয়ে দিয়েছেন বাড়ির সকলে। খুশির মুহূর্তে সামিল হয়েছেন স্থানীয়রাও। হাতে তালি দিয়ে, গাইছেন সকলে দেশাত্ববোধক গান, 'অ্যায় বতন তেরে লিয়ে..'। সেখানে সামিল হয়েছেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, 'মোদি থাকলে সবই সম্ভব।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola