India Pakistan : পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ, কলকাতা-সহ দেশজুড়ে তল্লাশি NIA-এর

ABP Ananda LIVE : পাকিস্তানের গুপ্তচর সন্দেহে দিল্লি থেকে RPF-এর অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর মোতিরাম জাটকে গ্রেফতার করেছিল এনআইএ। এবার সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই কলকাতা সহ দেশের ৭ রাজ্যে একযোগে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতার খিদিরপুর, আলিপুর ও তপসিয়া সহ নানা জায়গায় তল্লাশি চালায় এনআইএ। একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় কলকাতার এনআইএ দফতরে। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক ল্যাপটপ, মোবাইলও।

 

পদ্মের মিশন ২৬, নরেন্দ্র মোদির পর এবার বঙ্গে অমিত শাহ

পদ্মের মিশন ২৬, নরেন্দ্র মোদির পর এবার বঙ্গে অমিত শাহ। প্রধানমন্ত্রীর সফরের ২দিনের মধ্যে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে বাইপাসের ধারে একটি হোটেলে থাকবেন অমিত শাহ। হোটেলে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে আলোচনার কথা। কাল সকাল ১১.১৫: প্রথমে রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করবেন অমিত শাহ। দুপুর ২.১৫: নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। বিকেল ৪: স্বামী বিকেকানন্দের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বৈঠক করার কথা। তারপরে ফের দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola