Asian Games: এশিয়ান গেমসে শ্যুটিংয়ে ফের সোনা জয় ভারতের, পদক তালিকার চার নম্বরে উঠে এল ভারত | ABP Ananda LIVE
এশিয়ান গেমসে শ্যুটিংয়ে ফের সোনা জয় ভারতের । এই নিয়ে চলতি এশিয়ান গেমসে সপ্তম সোনা জয় । পদক তালিকার চার নম্বরে উঠে এল ভারত । পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জিতলেন ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, স্বপ্নিল কুসলে ও অখিল শেওরান । অন্য়দিকে, মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল শ্যুটিংয়ে রূপো জিতেছেন এশা, দিব্যা ও পলক । চলতি এশিয়ান গেমসে এই নিয়ে শ্যুটিংয়ে এখনও পর্যন্ত ১৫টি পদক জয় ভারতের সমস্ত ইভেন্ট মিলিয়ে এখনও পর্যন্ত মোট ২৮টি পদক জয় ভারতের