Bike rally : ১৬ ডিসেম্বর বিজয় দিবস, এই উপলক্ষ্যে রবিবার বাইক RALLY-র আয়োজনে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড

Continues below advertisement

ABP Ananda LIVE : ১৬ ডিসেম্বর কার্গিল বিজয় দিবস। যেদিন যুদ্ধে পাকিস্তানকে দুরমুশ করেছিল ভারত, ১৯৭১-র এই জয়ের দিনের, সূচনাতেই রবিবার বাইক RALLY-র আয়োজন করল ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড। অংশ নেন ৭১ জন সেনা আধিকারিক ও ৭১ জন সাধারণ মানুষ।

 আরও খবর...

গোয়ার নাইটক্লাবের মৃতদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাও !

গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের এক বাসিন্দারও ! গোয়ার ওই অগ্নিকাণ্ডে যে কয়েক জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ছিলেন দার্জিলিঙের বাসিন্দা সুভাষ ছেত্রীও। আগুনে ঝলসে প্রাণ হারিয়েছেন তিনি।

গোয়ার নাইট ক্লাবের কর্মী ছিলেন সুভাষ ছেত্রী। শেষ অবধি পাওয়া খবরে, গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ২৫ জনের। এই ঘটনা ইতিমধ্যেই ক্লাবের ম্যানেজার সমেত ৪-জনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, অগ্নিকাণ্ডের আগে ক্লাবে আতসবাজি পোড়ানো হচ্ছিল। আতসবাজি থেকে আগুন লেগে থাকতে পারে বসে আশঙ্কা। ক্লাবের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঘিরে প্রশ্ন, দমকলের NOC ছিল না বলে অভিযোগ। নাইটক্লাবের ২ মালিকের বিরুদ্ধে FIR করা হয়েছে।

দমকল সূত্রে দাবি, ঘটনায় বেশিরভাগেরই মৃত্য়ু হয়েছে দমবন্ধ হয়ে। মৃতদের মধ্যে ৪ পর্যটক, ১৪ জন ক্লাবের কর্মচারী। অগ্নিকাণ্ডে মৃত বাকি ৭ জনের পরিচয় এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola