Indian Railway: শিয়ালদায় আরও তিনটে প্ল্যাটফর্ম থেকে শুরু হল ১২ বগির ট্রেন চলাচল। ABP Ananda Live

Continues below advertisement

Sealdah News: শিয়ালদায় আরও তিনটে প্ল্যাটফর্ম থেকে শুরু হল ১২ বগির ট্রেন চলাচল। রেলকর্তারা জানান, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই শুরু করা হয়েছে ১২ বগির ট্রেন চলাচল। কয়েকদিনের মধ্যে বাকি প্ল্যাটফর্মগুলি থেকেও শুরু হবে ট্রেন চলাচল। : বারাসাতের (Barasat)পর অশোকনগর(Ashokenagar), মোহনপুর, গুজবে ফের গণপিটুনি! অশোকনগরে ছেলেধরা গুজবে মানসিক ভারসাম্যহীন তরুণীকে মার। ব্যারাকপুরের মোহনপুরে তরুণীকে উদ্ধার করতে গিয়ে আহত ৩ পুলিশ কর্মী, গ্রেফতার ১৫। ব্য়ারাকপুরের মোহনপুরে ছেলেধরা গুজবে যুবককে মার, ৩জন গ্রেফতার। পরিকল্পনা করে হামলা, দাবি আক্রান্তের পরিবারের। গুজব নয়, মহিলার সঙ্গে অভব্যতার জেরে মারধর, দাবি ব্যারাকপুর কমিশনারেট সূত্রে। NEET ও NET কেলেঙ্কারি(NEET NET Scam) নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস(Congress Protest)। এই মুহূর্তে রাজভবনের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ NEET ও NET কেলঙ্কারির অভিযোগে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করেছেন তারা। হাতিয়ার নিট, কলকাতায় বিক্ষোভ তৃণমূলের ছাত্র সংগঠনের। ABP Ananda live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram