Cooch Behar: পৃথক রাজ্যের দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেল অবরোধ

Continues below advertisement

ABP Ananda Live: গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেল অবরোধের জেরে গোটা দেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগে প্রভাব পড়ার আশঙ্কা। আজ আপ ও ডাউন নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস, আপ ও ডাউন বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পাশাপাশি, যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, আনন্দবিহার-অরুণাচল এক্সপ্রেস, গুয়াহাটি-নিউ দিল্লি এক্সপ্রেস, কামাখ্যা-রাজেন্দ্রনগর এক্সপ্রেসের। নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

 

 সবুজ মেরুনের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে সিদ্ধান্ত। ইতিমধ্যেই বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল। হিন্দু-নিপীড়ন বন্ধের দাবিতে বাংলাদেশের হাইকমিশনে ডেপুটেশন দেওয়ার কথা জানিয়েছে মহমেডান স্পোর্টিংও। চারদিনে কলকাতা দখল, বাংলা-বিহার-ওড়িশা দখল...এসব তো ছিলই, এবার গোটা উত্তর পূর্ব ভারত দখল করে, বাংলাদেশের নতুন সীমান্ত তৈরির হুমকি উড়ে এল পদ্মার ওপার থেকে। ত্রিপুরা, আসাম, মিজোরাম-সহ উত্তর পূর্ব ভারত দখলের হুমকি দিলেন বাংলাদেশের মৌলবাদী নেতা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram